বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাক্ক

৪ মে, ২০২০ ১৩:২৬  
গত মার্চ মাস থেকে ক্রেতাদের কাছ থেকে বিল পাচ্ছে না দেশের বিপও খাতের প্রতিষ্ঠানগুলো। এর ওপর তাদের কাজ বন্ধ রাখার নির্দেশনা দিতে শুরু করেছে ক্রেতারা। ফলশ্রুতিতে এই কর্মীদের বেতন-ভাতা, অফিস ভাড়া, ইউটিলিটি বিল পরিশোধ নিয় বিপাকে পড়েছেন এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো। দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পে একমাত্র কেন্দ্রীয় ব্যবসায়িক সংগঠন হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) জানিয়েছে, বিপিও প্রতিষ্ঠানগুলোর ব্যবসা টিকিয়ে রাখার জন্য অচিরেই চাকরি হারাতে যাচ্ছে এ শিল্পের সাথে সম্পৃক্ত ৫০ হাজার জনশক্তির একটি বড় অংশ। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ জানিয়েছেন, বিপিও শিল্পের প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা নিরূপণের উপায় এবং নানাবিধ বিষয় নিয়ে সদস্য প্রতিষ্ঠানগুলোর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচ্ছেন তারা। এর মাধ্যমে তারা বুঝতে পারছেন, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের গৃহীত আর্থিক প্রণোদনা প্যাকেজগুলো থেকে ঋণ প্রাপ্তিতে নানা জটিলতা নিরসনের জন্য প্রয়োজন বিভিন্ন খাত ভিত্তিক সহজ নীতিমালা এবং এর প্রক্রিয়া ত্বরান্বিত করা। এহেন পরিস্থিতিতে এ বিষয়ে আর কালবিলম্ব না করে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিপিও শিল্পের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করে সকল ব্যাংকে অবহিত করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাক্কো।